fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আবার “আমরা দাদার অনুগামী” পোস্টার নন্দীগ্রামে

রাজকুমার আচার্য, নন্দীগ্রাম:  এর আগেও শুভেন্দু অধিকারীর ছবির নিচে ‘আমরা দাদার অনুরাগী’ পোস্টার পড়েছে নন্দীগ্রামে। রবিবার আবার নতুন করে একই পোস্টার পড়ল নন্দীগ্রামে। মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম সোমবার নন্দীগ্রামে আসছেন নন্দীগ্রামের বিধায়ক। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে উত্তাল শুভেন্দু অধিকারীর নামে। এদিন নন্দীগ্রাম বাসস্ট্যাণ্ডের রাস উৎসবে সকাল ১১টা নাগাদ তাঁর আসার কথা। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়া থেকে দাদার অনুগামীরা বাইক মিছিল করে শুভেন্দুবাবুকে প্রায় ৮ কিলোমিটার রাস্তা নিয়ে আসবেন। তারই প্রস্তুতিতে চারিদিকে লাগানো হচ্ছে ‘আমরা দাদার অনুরাগী’ পোস্টার। রবিবার বিরুলিয়া অঞ্চলে তৃণমূল নেতা  হরিপদ মান্নার নেতৃত্বে এই পোস্টার লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।

নন্দীগ্রামের বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বলেন, ‘২০০৭ সাল থেকে শুভেন্দুবাবুর সঙ্গে নন্দীগ্রামবাসীর ঘনিষ্ঠ যোগাযোগ। নন্দীগ্রাম থেকে জিতে তিনি বিধায়ক ও মন্ত্রী হয়েছেন। তিনি নন্দীগ্রামের রাস উৎসবে আসবেন এটাই স্বাভাবিক। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’ কিন্তু নন্দীগ্রামের শুভেন্দু অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা  করছেন মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দুবাবু নন্দীগ্রামে এসে কী বার্তা দেন।

Related Articles

Back to top button
Close