fbpx
দেশহেডলাইন

বড়সড় বিপর্যয়ের আশঙ্কা, এবার ভূমিকম্পে কাঁপল কার্গিল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কাঁপল লাদাখ উপত্যকা। বৃহস্পতিবার রিখটার স্কেলে কম্পাঙ্ক ছিল ৪.২। এমনটাই জানিয়েছে, জাতীয় কম্পন কেন্দ্র। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিন কম্পন অনুভূত হয় সকাল ৯ .২২ মিনিট নাগাদ। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীর ছিল কম্পনের উত্সস্থল।

আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান: ‘দুর্নীতিমুক্ত করতে পুরো রাজ্য সরকারের স্যানিটাইজেশন হোক’, কটাক্ষ কৈলাসের

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহে পর পর কাঁপছে লাদাখ উপত্যকা। ২৫ ও ২৬ সেপ্টেম্বর, পর পর মাঝারি ভূমিকম্প হয় লাদাখে, রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৭ ও ৫.৪। ২৪ সেপ্টেম্বর সকালেও মৃদু কম্পন অনুভূত হয় লাদাখ-সহ জম্মু-কাশ্মীর অঞ্চলে। উপত্যকার গুলমার্গ থেকে ২৮১ কিলোমিটার উত্তরে ছিল কম্পনের উত্সস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ধরা পড়ে ৩.৭। কম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির হয়নি।

Related Articles

Back to top button
Close