
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য নিজেকে উচ্চ শিক্ষিত বলে দাবি করা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। সাংবাদিকদের প্রতি অবমাননাকর উক্তির পর এবার বিজেপির সর্বভারতীয সভাপতিকেও তিনি কটাক্ষ করলেন দু-আনার নেতা বলে। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হয় জেপি নাড্ডার কনভয়। আহত হয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের মত কেন্দ্রীয় নেতৃত্ব সহ অনেকে। জগৎপ্রকাশ নাড্ডার বুলেটপ্রুফ গাড়িতে ইট ছোঁড়া হয়।
যদিও ঘটনাটিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক বলে মন্তব্য করেন। কিন্তু এবারও একধাপ এগিয়ে মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় লেখেন, সাজানো হামলার ঘটনা থেকেও যদি পশ্চিমবঙ্গ সফরে আসা দু-আনার নেতার নিরাপত্তায় থাকা সিআরপিএফ, সিআইএসএফ সহ অন্যান্য কেন্দ্রীয়বাহিনীর নিরাপত্তারক্ষীরা তাঁকে বাঁচাতে না পারে, তাহলে লজ্জা হওয়া উচিত।
ইতিমধ্যেই বারবার মহুয়া মৈত্রের এরকম মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা। প্রশ্ন উঠছে মহুয়া মৈত্রের শিক্ষা নিয়েও।