fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

জাতির উদ্দেশ্যে ফের ভাষণ ফিতে চলেছেন প্রধানমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের একবার দেশবাসীর সামনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২১ তারিখ অর্থাৎ রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সকালে এই দেশবাসীর মুখোমুখি হবেন।

অন্যদিকে আগামী রবিবার অর্থাৎ ২১ তারিখ আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগ দিবস উপলক্ষে তিনি ভাষণ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

কারণ এরআগেও যোগ দিবসে সবার সঙ্গে মিশে যোগ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

আর বর্তমানে করোনা পরিস্থিতিতে যোগ কীভাবে শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে, সেই বিষয়ে হয়তো বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর সামনে তুলে ধরতে পারেন।

উল্লেখ্য, এর আগে শুধু তিনি নিজে নয়, তাঁর মন্ত্রী পরিষদ সহ বিজেপির তাবড় নেতাদের যোগ দিবসে অংশ নিতে দেখা গিয়েছে।

তবে নতুন করে লকডাউন বাড়বে কিনা সেই বিষয়েও তথ্য দিতে পারেন মোদি বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, লাদাখে ভারত-চিন সীমান্তে মুখোমুখি দু’দেশের সেনাবাহিনী। সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ জন সেনা-জওয়ান শহিদ হয়েছে। যদিও সীমান্তের ওপারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যাঘাত-প্রতিশোধের আগুনে ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতে ভারতের পরিস্থিতি কি হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে কিছু জানাতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button
Close