দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলল উলুবেড়িয়ায়
পাপ্পা গুহ, উলুবেড়িয়া: কয়েকদিন আগে এক আরপিএফ কর্মীর শরীরে করোনা সংক্রমণের পর এবার দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলল উলুবেড়িয়ায়। করোনা পজিটিভ হওয়া ওই ব্যাক্তি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের চতূর্থ শ্রেনীর কর্মী।
রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ৩২নং ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যাক্তির রিপোর্ট পজিটিভ আসার পরেই তাকে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পাশাপাশি পরিবারের ৪ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জানা গেছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে রুগীরা আসায় সম্প্রতি হাসপাতাল কতৃপক্ষ হাসপাতালের ১৭ জন কর্মীর লালা রসের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়। সেইমত কয়েকদিন আগে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে রবিবার ১৬ জনের রির্পোট নেগেটিভ আসলেও ফতেপুরের বাসিন্দা ওই ব্যাক্তির রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে করোনা সংক্রমণের খবর পাওয়ার পরেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যাক্তির বাড়িতে ঢোকার রাস্তা সিল করে দেওয়ার পাশাপাশি এলাকাটিকে কন্টাইমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়। পাশাপাশি উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে এলাকায় সেনেটাইজ করার কাজ শুরু হয়েছে। এই বিষয়ে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান এই নিয়ে পুর এলাকায় দুজনের দেহে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেল। পুরসভা এই বিষয়ে সর্তক আছে এলাকায় সেনেটাইজ করার পাশাপাশি মাইকিং করে সকলকে সর্তক করা হচ্ছে।