ফের স্ক্রাব টাইফাস আতঙ্ক, বীরভূমে মৃত ২, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফের স্ক্রাব টাইফাস আতঙ্ক। বীরভূমে দুজনের মৃত্যু হয়েছে। রোগের সংক্রামিতে আশঙ্কায় স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর পাওয়া গিয়েছে, স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে বীরভূমে এক সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা, তাঁর বযস ৪২ বছর। আর একজন বীরভূমের কাঁকর তলার থানা এলাকার বাসিন্দা, তাঁর বয়স রয়েছে ৩৭ বছর।
বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্য প্রশাসন সূত্রে খবর, মূলত মুর্শিদাবাদা, মালদহ, উত্তর দিনাজপুর, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বনগাঁ জেলায় আক্রান্তের সন্ধান মিলেছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে বলা হয়েছে, অজানা পোকায় কামড়ালে ক্ষতে মলম ঘষে দায় না সেরে, চিকিৎসকের পরামর্শ নিতে।