fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

ফের কলকাতায় বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এখনও আয়ত্ত্বের মধ্যে নেই করোনা সংক্রমণ। কোনও সময় একটু স্বস্তি দিলেও ফের সংক্রমণ থেকে মৃত্যু হার উর্দ্ধমুখী। করোনায় আগে অক্টোবর মাসে রাজ্যে ৩,২৬৪টি কন্টেইনমেন্ট জোন ছিল। সেখান থেকে কমে এই কনটেনমেন্ট জোনের সংখ্যা দাঁড়ায় ১,৯৩৬ টি। তবে শহর কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যাটা বেড়েছে।

২৮ নভেম্বরের তথ্য অনুযায়ী কলকাতা ও জেলায় কন্টেইমেন্ট জোনের সংখ্যা-
কলকাতা:
হাওড়া: ২২
দক্ষিণ ২৪ পরগনা: ৩৩
উত্তর ২৪ পরগনা:
হুগলি: ১৮
নদিয়া: ৪৬
পূর্ব মেদিনীপুর: ২৭
পশ্চিম মেদিনীপুর: ৩৫১
পূর্ব বর্ধমান: ৫৬৩
পশ্চিম বর্ধমান শূন্য:  ৪টি
জলপাইগুড়ি: ১৪
দার্জিলিং:
কালিম্পং:
উত্তর দিনাজপুর: ১৩৮
দক্ষিণ দিনাজপুর: ১১
মুর্শিদাবাদ: ৪৭
বাঁকুড়া: ৪৬
বীরভূম: ১২৭
কোচবিহার: ৩৩৫
পুরুলিয়া: ৭৮
আলিপুরদুয়ার: ৪৮

ঝাড়গ্রাম:

কেন্দ্রের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ওই গাইডলাইন কার্যকর হবে। তাতে পরিস্থিতি বিবেচনা করে কনটেনমেন্ট জোনে নাইট কারফিউ জারি করতে পারবে স্থানীয় প্রশাসন।

কিন্তু কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি করতে গেল রাজ্যগুলিকে কেন্দ্রের অনুমতি নিতে হবে।

Related Articles

Back to top button
Close