সাংসদের বাড়ির দরজায় ধর্নায় শ্রমিক স্পেশাল ট্রেনে পুরুলিয়ার নিহত শিশুর পরিবার

সাথী প্রামানিক, পুরুলিয়া: উপযুক্ত বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ির সামনে ধর্নায় বসল শ্রমিক স্পেশাল ট্রেনে নিহত শিশুর পরিবার। বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া শহরের রাঁচি রোডে সাংসদের বাড়ির সামনে রীতিমত প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে বসেন যান কোটশিলার বালি গ্রামের বাসিন্দা মৃত শিশুকন্যার মা রেশমা আনসারী, বাবা দিলদার আনসারী সহ পরিবারের অনান্য সদস্যরা।
গত ১০ জুন শ্রমিক স্পেশাল ট্রেনে কেরল থেকে পশ্চিমবঙ্গে ফেরার পথে ট্রেনে মৃত্যু হয় ওই পরিবারের ১৮ দিনের শিশু কন্যার। দিলদার আনসারী অভিযোগের সুরে জানান, অসুস্থ থাকার কথা তাঁরা বারবার বলেছিলেন রেল কর্তৃপক্ষকে। কিন্তু তারা কর্ণপাত করেনি। বরং তাঁদের হুমকি দেওয়া হয় ট্রেন থেকে নামার জন্য। পরে এনিয়ে অভিযোগ করা হলেও তার কোন উত্তর আজও আসেনি রেল থেকে।
এই বিষয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, কারও প্রতি কোন পক্ষপাতিত্বের প্রশ্ন নেই তাঁর। তবে সবার বাড়িতে যাওয়া সম্ভব নয়। আজ পরিকল্পিত ধর্নার পিছনে বিরোধীদের ইন্ধন আছে বলেও তিনি মনে করেন।