
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ উপনির্বাচনে বালিগঞ্জ ও আসানসোলের প্রার্থী ঘোষণা করল বিজেপি। তৃণমূলে আসানসোল থেকে প্রার্থী হয়েছেন ‘বিহারী বাবু’ শত্রুঘ্ন সিনহা। এবার এই কেন্দ্রে শত্রুঘ্নকে টক্কর দিতে নামছে অগ্নিমিত্রা পল।
বর্তমানে অগ্নিমিত্রা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া আসনেই অগ্নিমিত্রাকে প্রার্থী করল বিজেপি।
অন্যদিকে বালিগঞ্জ বিধানসভায় কেয়া ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। কেয়া বিজেপির মহিলা মোর্চার সদস্য। আবার রাজ্য বিজেপি-র মুখপাত্রের দায়িত্বেও রয়েছেন তিনি। ফলে দলের মধ্যে সকল স্তরেই তাঁর পরিচিতি রয়েছে। দল তাঁকে প্রার্থী ঘোষণা করার পর কেয়া তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন দল যোগ্য মনে করেছে তাই প্রার্থী করেছে।
রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে তাঁর আসনটি শূন্য হয়। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ ছেড়ে দেন। তাতে শূন্য হয় আসনটি।
সম্প্রতি কয়েকদিন আগেই বালিগঞ্জ এর প্রার্থী বাবুল সুপ্রিয়কে দেওয়াল লিখনে দেখা যায়। সেই সময় তার সামনে শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত তকমা দিয়ে বাবুলের দিকে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। সেই প্রশ্ন উড়িয়ে দিয়ে বলেন, শত্রুঘ্ন সিনহা বহিরাগত নয়।