fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

অগ্নিপথ প্রকল্পে বিমানসেবায় আবেদন জমা পড়ল সাড়ে ৭ লক্ষ, রেকর্ড গড়ল সংখ্যা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কেন্দ্রের চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ অগ্নিপথকে কেন্দ্র করে গোটা দেশে বিক্ষোভে আঁচে জ্বলে উঠেছিল। সবচেয়ে উত্তপ্ত হয় বিহার। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও এর আঁচ পড়ে। বিক্ষোভের ঘটনা থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। বিহারের একাধিক ট্রেন পোড়ানো হয়। এবার সেই অগ্নিপথ প্রকল্পে বিমানসেনায় আবেদন জমা পড়ল  সাড়ে সাত লক্ষ। বিমানবাহিনী টুইট করে জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পে বিমানসেনায় যোগ দিতে চেয়ে আবেদন পড়েছে প্রায় সাড়ে সাত লক্ষ। যা রেকর্ড গড়েছে।

এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রলালয়ের কনসালটেটিভ কমিটির বৈঠকে বসতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

গত ২৪ জুন থেকে শুরু হয়ে গত ৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করার সময়সীমা ছিল বিমানসেনায়। গতকাল বিমানসেনা টুইট করে জানিয়েছে, ওই সময়ে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বিমানসেনায় যোগ দিতে চেয়ে আবেদন জমা পড়েছে সাত লক্ষ ৪৯ হাজার ৮৯৯টি, যা সর্বকালীন রেকর্ড। অতীতে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ছয় লাখ ৩১ গাজার ৫২৮টি।

 

 

Related Articles

Back to top button
Close