
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় প্রয়াত হয়েছেন এলহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অমিতাভ লালা। তাঁর এই আকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা আইনজীবী মহলে। এবার প্রাক্তন প্রধান বিচারপতির মৃত্যুতে অল ইন্ডিয়া বার এসসিয়েশনের পক্ষ থেকে বিবৃতি জারি করে শোক প্রকাশ করল।
বিবৃতিতে এআইবিএ চেয়ারম্যান ড. আদিশ সি আগরওয়ালা এবং সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘বিচারপতি লালা কেবলমাত্র একজন শ্রদ্ধেয় বিচারপতি ছিলেন না। আসলে আমরা একজন মানবিক বিচারককে হারিয়েছি।’