fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

শপথ বাক্যে ‘হিন্দুস্তান’ শব্দ ব্যবহার করতে নারাজ বিহারের AIMIM বিধায়ক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হিন্দুস্তানের নামে শপথ নেব না বলে বিতর্ক তৈরি করলেন । বিহারে বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর সময় AIMIM বিধায়ক আখতারুল ইমান আপত্তি জানায়। তিনি আপত্তি জানিয়ে বলেন যে, হিন্দুস্তান শব্দে শপথবাক্য পাঠ করা যাবেনা। এই নিয়ে বিতর্ক তৈরি হয়। শপথবাক্য পাঠের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

জানা গিয়েছে যে, আখতারুল ইমান নামের ওই বিধায়ককে যখন শপথ পাঠের জন্য ডাকা হয়, তখনই তিনি দাঁড়িয়ে হিন্দুস্তান শব্দ মুখে আনবেন না বলে আপত্তি জানায়। উল্লেখ্য, এই বিধায়ক উর্দু ভাষায় শপথ নিতেন। কিন্তু উর্দুতে ভারতের বদলে হিন্দুস্তান শব্দের ব্যবহার করায় তিনি আপত্তি জানান।

আরও পড়ুন- কে হিন্দু, কে মুসলিম তা দেখবে না কোর্ট, ‘লাভ জিহাদ’ নিয়ে ঐতিহাসিক রায়দান এলাহাবাদ হাইকোর্টের

বিধায়কদের শপথ দেওয়ানো প্রোটেম স্পিকার জিতেন রাম মাঝিও অবাক হয়ে যান। তিনি জানান যে, শপথবাক্যে হিন্দুস্তান শব্দের ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। কিন্তু বিধায়ক জিতেন রাম মাঝির কথাতে কর্ণপাত করেননি। অবশেষে তিনি উর্দু ভাষাতেই শপথ নেন আর হিন্দুস্তানের বদলে ভারত কথাটি ব্যবহার করেন। এই ঘটনায় বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী প্রমোদ কুমার বলেন যে, এদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। বিজেপি বিধায়ক আরও বলেন যে, যারা হিন্দুস্তান শব্দ সহ্য করতে পারে না, তাঁদের ভারতে থাকার কোনও অধিকার নেই। শুধু বিজেপি বিধায়ক নয়, কংগ্রেস বিধায়করাও ঘটনায় নিন্দা প্রকাশ করেন।

 

Related Articles

Back to top button
Close