৫০০ মিলিয়ন ডলারে মলদ্বীপের সঙ্গে ‘Air bubble pact’,বৈধ ভিসা থাকলেই ইউরো-আমেরিকা যেতে পারবেন ভারতীয়রা
যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ যে কোনও বৈধ ভিসা থাকলেই ইংল্যান্ড, আমেরিকা, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে পারবেন ভারতীয়রা। এয়ার বাবল্ চুক্তি অনুযায়ী এই নিয়ম স্থির হয়েছে। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে ডিজিসিএ। স্বাধীনতা দিবসের দিন থেকে কানাডার সঙ্গে এই চুক্তি কার্যকর হবে। মালদ্বীপের সঙ্গেও বৃহস্পতিবার এয়ার বাবল্ চুক্তি এবং ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের যোগাযোগ প্যাকেজ ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। আগামী ১৮ তারিখ থেকে মালদ্বীপের সঙ্গে এয়ার বাবল্ চুক্তি কার্যকর হবে।
এর আগে কোভিড মহামারীর সময় ইইউ–র জারি করা নির্দেশাবলীতে শুধু অত্যাবশকীয় ভিসা হোল্ডাররাই বিদেশে যাওয়ার অনুমতি পাচ্ছিলেন। জার্মানি, ফ্রান্স সহ আরও কিছু কিছু দেশের সঙ্গে এই চুক্তি করতে চলেছে কেন্দ্র বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ পুরী। এদিকে, ভারতে সব ধরনের ভিসা হোল্ডারদের প্রবেশে এখনও নিষেধাজ্ঞা চাপানো রয়েছে কেন্দ্রের তরফে। শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুমোদিত অত্যাবশকীয় ভিসা হোল্ডাররাই এদেশে প্রবেশ করতে পারবেন।