আসানসোল শহরের জিটি রোডে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয় তৈরী করলো পুরনিগম

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: আসানসোল শহরের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন এলাকায় বাস যাত্রীদের কথা ভেবে আধুনিক যাত্রী প্রতিক্ষালয় তৈরী করলো আসানসোল পুরনিগমে। একইসঙ্গে এলাকার সৌন্দর্যকরণও করা হয়েছে। সোমবার সকালে এক অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি উদ্বোধন করেন শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়ের। উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যানের দায়িত্বে থাকা কাউন্সিলর কল্যাণ দাশগুপ্ত , কাউন্সিলর ওয়াসিমুল হক, প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম সহ অন্যান্যরা। এদিন যাত্রী প্রতিক্ষালয়ের পাশাপাশি একটি ওয়াটার এটিএম, পুরুষ ও মহিলাদের একটি শৌচাগারেরও উদ্বোধন করা হয়। মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, আসানসোলের বিভিন্ন জায়গায় শীততাপ নিয়ন্ত্রিত বেশ কয়েকটি যাত্রী প্রতিক্ষালয় তৈরী করা হয়েছে।
[আরও পড়ুন- মদ্যপ যুবকের হাতে আক্রান্ত টোটো চালক ও তার পরিবারের সদস্য]
উদ্বোধনের পরে সেগুলো সাধারণ মানুষ ব্যবহার করছেন। আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড়ে একটি যাত্রী প্রতিক্ষালয় তৈরীর পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল, এদিন তা বাস্তবায়িত হল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় আসানসোলের মানুষের পাশে থেকেছেন। আসানসোলের উন্নয়নের জন্য কোন টাকার দরকার পড়লে তা তিনি সঙ্গে সঙ্গে মঞ্জুর করেছেন। মেয়র বলেন, মানুষ এখন হাসতে ভুলে গেছেন। আড্ডা দিতেও ভুলে গেছেন। সে কারণেই এই প্রতিক্ষালয়ের পাশের গাছটির চারপাশ সুন্দর ভাবে বাঁধিয়ে দেয়া হলো যাতে লোকজনেরা এসে একটু গল্প করতে ও আড্ডা দিতে পারেন।