fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

মাটিতে আছড়ে পড়ল বায়ুসেনার বিমান, সুরক্ষিত পাইলট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। কিন্তু সুরক্ষিত রয়েছেন বিমানের পাইলট। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এটক জেলায় মহড়ার সময় বায়ুসেনার এই বিমান ভেঙে পড়ে।

এই বিমান দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর না থাকলেও বিমান চালক সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। মাটিতে আছড়ে পড়ার আগেই সুরক্ষিতভাবে বিমান থেকে বেরিয়ে আসেন চালক। মাটিতে আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। কী কারণে এই বিমান দুর্ঘটনা হল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন- কবরস্থানের ডিজাইনে হ্যান্ডপাম্প, ভারতের জাতীয় পতাকার অপমান করায় গ্রেফতার ২]

পাক বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সকালে এটক জেলার পিন্ডিঘেব এলাকায় ভেঙে পড়ে পাকিস্তান বায়ুসেনার একটি বিমান। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

 

Related Articles

Back to top button
Close