fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

১৯ মে থেকে বিমান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই ১৯ মে থেকে দেশের মধ্যে অন্তর্দেশীয় উড়ান পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। দেশের মধ্যেই বিভিন্ন রাজ্যে যাঁরা আটকে পড়েছেন তাঁদের ঘরে ফেরাতেই এই বিমান গুলি চালানো হবে বলে জানা গেছে। আর এইসব বিমান যাত্রার খরচ যাত্রীদের থেকে নেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

জানা গেছে, দিল্লি থেকে ১৭৩ টি, মুম্বই থেকে ৪০ টি, হায়দরাবাদ থেকে ২৫ টি এবং বেঙ্গালুরু থেকে ১২ টি বিমান ছাড়বে। দিল্লি থেকে ওড়া বিমানগুলি যাবে জয়পুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ অমৃতসর, কোচি, আহমেদাবাদ, লখনউসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে। অন্যদিকে মুম্বই থেকে বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, কোচি, আহমেদাবাদের মত শহরে বিশেষ বিমান যাবে।

১৯ মে প্রথম বিমানটি উড়বে চেন্নাই থেকে কোচি পর্যন্ত। অধিকাংশ বিমান ছাড়বে দিল্লি, মুম্বই হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো দেশের গুরুত্বপূর্ণ শহরগুলি থেকে।

Related Articles

Back to top button
Close