fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভারতীয় বায়ুসেনা প্রধানের দায়িত্ব পেতে চলেছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ভারতীয় বায়ুসেনা প্রধানের দায়িত্ব পেতে চলেছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী।এই মুহূর্তে বায়ুসেনার ভাইস চিফ মার্শাল পদে রয়েছেন তিনি। আগে তিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (এওসি-ইন-সি) ছিলেন। ভি আর চৌধুরী এয়ার মার্শাল এইচএস অরোরার স্থলাভিষিক্ত হন।
বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া চলতি বছরের ৩০ সেপ্টেম্বর চাকরি থেকে অবসর গ্রহণ করবেন। সেই পদে স্থলাভিষিক্ত হবেন এয়ার মার্শাল বিক্রম রাম চৌধুরী।
আইএএফ-এর এক বিবৃতিতে বলা হয়, এয়ার মার্শাল চৌধুরীকে ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর বিমান বাহিনীর যুদ্ধবিমান শাখায় নিযুক্ত করা হয়। বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও প্রশিক্ষক বিমানে তার ৩৮০০ ঘন্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এয়ার ভাইস মার্শাল হিসেবে তিনি এয়ার ফোর্স অ্যাকাডেমির ডেপুটি কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট চিফ অফ এয়ার স্টাফ অপারেশনস (এয়ার ডিফেন্স) এবং অ্যাসিস্ট্যান্ট চিফ অফ এয়ার স্টাফ (পার্সোনেল অফিসার) এর পদ সামলেছেন। বিক্রম রাম চৌধুরী ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটনের প্রাক্তন ছাত্র।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসেই ভারতীয় বায়ুসেনার প্রধানরূপে দায়িত্ব নেন আর কে এস ভাদুরিয়া। নিজের দু’বছরের কার্যকালে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তাঁর সময় ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছে রাফায়েল যুদ্ধবিমান।

Related Articles

Back to top button
Close