fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

স্বস্তির খবর, করোনামুক্ত হলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং মেয়ে আরাধ্যা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: স্বস্তির খবর। করোনামুক্ত হলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং মেয়ে আরাধ্যা। এই খবর পাওয়া মাত্রই টুইট করেছেন অভিষেক বচ্চন। তিনি অনুরাগীদের এই স্বস্তির খবর দিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে, তাঁকে এবং অমিতাভ বচ্চনকে এখনও হসপিটালেই থাকতে হবে। উল্লেখ্য, চলতি মাসেই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। সেই রাতেই জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন জুনিয়র বচ্চন।  তাঁকেও ওই হাসপাতালেই ভর্তি করা হয়। সেই সঙ্গে কোভিড পরীক্ষা হয় বাড়ির অন্যান্য সদস্যদেরও। জানা যায় যে, জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ। কিন্তু দ্বিতীয় সোয়াব টেস্টের পরেই জানা যায় যে, করোনা আক্রান্ত হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা।  কিন্ত জয়া বচ্চনের দ্বিতীয় সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভই আসে।

[আরও পড়ুন- বলিউডে অস্কার হল ‘Kiss of death’, ‘গ্যাংতন্ত্র’ নিয়ে রহমানের পাশে শেখর কাপুর]

উপসর্গহীন করোনা রোগী হওয়ায় প্রথমে ঐশ্বর্য ও আরাধ্যাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটনায় তাঁদেরও পরে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, দিন কয়েক আগেই খবর ছড়িয়ে পড়ে যে অমিতাভ করোনামুক্ত হয়ে গিয়েছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই টুইট করে অমিতাভ জানিয়ে দেন, সে খবর মিথ্যে।

 

Related Articles

Back to top button
Close