fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

হোম আইসোলেশন থেকে নানাবতী হাসপাতালে… মেয়েকে নিয়ে চিকিৎসাধীন ঐশ্বর্যা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঐশ্বর্যা রাই। হোম আইসোলেশন থেকেই তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঐশ্বর্যা কন্যা আরাধ্যাকেও মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমিতাভ বচ্চনের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরে বচ্চন পরিবারে করোনা টেস্ট করা হয়। প্রথমে অভিষেক বচ্চনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর জয়া বচ্চন, ঐশ্বর্যা ও আরাধ্যার করোনা টেস্ট করা হয়। প্রথমে তিন জনের রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয় বারের টেস্টে জয়ার রিপোর্ট নেগেটিভ থাকলে ঐশ্বর্যা ও আরাধ্যার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন:CESE কান্ড! বিলের নেপথ্যে বেশি বিদ্যুতের ব্যবহার, সাফাই গোয়েঙ্কা গোষ্ঠীর

বাড়িতেই হোম আসোলেশনে ঐশ্বর্য ও আরাধ্যার চিকিৎসা চলছিল। কিন্তু শুক্রবার রাতে দুজনকেই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগে থেকেই ওই হাসপাতালে চিকিৎসায় রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।

Related Articles

Back to top button
Close