দক্ষিণপাড়া ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান অজয় বিশ্বাস প্রয়াত

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : করোনা কেড়ে নিল আরো একটি তরতাজা প্রাণ। নদিয়া জেলার হাঁসখালি পঞ্চায়েত সমিতির অন্তর্গত দক্ষিণপাড়া ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান অজয় বিশ্বাস প্রয়াত হলেন। অজয় বাবু বেশকিছু যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২০ শে নভেম্বর জেলা কোভিড হাসপাতালে ভর্তি হন। বেশ কয়েকদিন চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে বেলেঘাটা আই,ডি তে অজয় বাবুকে রেফার করা হলেও পরিবারের লোকজন তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করেন।
বৃহস্পতিবার ভোররাতে অজয় বাবুর মৃত্যু হয়। মৃত্যুকালে অজয় বাবুর বয়স হয়েছিল ৫০ বছর। চির কুমার অজয় বাবু,পরিবারে রেখে গেলেন বৃদ্ধা মা হয় আর তিন ভাইকে। প্রসঙ্গত পঞ্চায়েত প্রধান হিসেবে এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন অজয় বাবু।প্রয়াত কৃষ্ণগজ্ঞ কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুব কাছের ও বিশ্বস্ত ছিলেন অজয় বাবু। অজয় বাবুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। এক সাক্ষাৎকারে হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি মুনমুন বিশ্বাস জানালেন,অজয় দা খুব বড়ো মনের মানুষ ছিলেন। অজয় দার মৃত্যুর ঘটনা সত্যিই অপ্রত্যাশিত। বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুর পর দ্বিতীয় বারের জন্য আবার খুব কাছের একজন অভিভাবক কে হারালাম।অজয় বাবু পঞ্চায়েত প্রধানের দায়িত্বের পাশাপাশি দলের সাংগঠনিক পদেও বড়ো দায়িত্বে ছিলেন। হাঁসখালি ব্লক তৃনমূল কংগ্রেসের সহ সভাপতির পদ অলংকৃত করে ছিলেন তিনি এবং এর আগে হাঁসখালি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ছিলেন দীর্ঘদিন।