fbpx
অসমহেডলাইন

বন‍্যা কবলিত অসমের পাশে অক্ষয় কুমার, দিলেন ১ কোটি টাকা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লাগাতার বৃষ্টির জেরে বন্যায় বিধ্বস্ত অসম। এখনও পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ। এবার সেই অসমের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অভিনেতার কাছে ১ কোটি টাকার অর্থসাহায্য পেয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালও ৷ মঙ্গলবার ট্যুইট করে তিনি লেখেন, ‘‘ ধন্যবাদ অক্ষয় কুমার অসম সরকারের বন্যা ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করার জন্য ৷ আপনি সবসময়েই খারাপ সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন ৷ অসমের বন্ধু আপনি ৷ ঈশ্বর আপনার মঙ্গল করুন ৷ এবং আপনি আরও উন্নতির শিখরে পৌঁছন, সেই কামনাই করব ৷ ’’

একে করোনা ৷ তার উপর আবার বন্যা ৷ দুই মিলিয়ে খুবই খারাপ অবস্থা অসমের একাংশের বাসিন্দাদের ৷ এই খারাপ সময়ে যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার ৷ তার জন্য তাঁকে কুর্নিশ জানাতেই হয় ৷

Related Articles

Back to top button
Close