বিপদ! কোন কোন প্রাণীদের ঘুম ভাঙাতে নিষেধ করেছিলেন প্রাচীন ভারতের প্রধানমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। একে গণস্মৃতির দলিল বলা যায়। আড়াই হাজার বছর আগে চাণক্য বহু সাবধানবাণী উল্লেখ করেছেন । তার মধ্যে একটি ঘুমন্ত প্রাণী সংক্রান্ত। অনেকেই বলেন এই প্রাণীরা আসলে প্রতীকী। আসলে ওই গুণ বিশিষ্ট মানুষের কথাই বলতে চেয়েছেন চাণক্য। দেখা যাক, কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
চাণক্যের বার্তা, সাপের ঘুম ভাঙাতে নেই। সেক্ষেত্রে ছোবলের জন্য প্রস্তুত থাকতে হবে।সরীসৃপের ঘুম ভাঙাতে না করেন চাণক্য।ঘুমন্ত সিংহ অনিচ্ছাকৃত জাগলে মহা বিপদ, বলেন চাণক্য। একই সঙ্গে তাঁর বার্তা রাজার ঘুমও অকারণ ভাঙালে রাজরোষে পড়তে হয় প্রজাদের। চাণক্য বলেন ঘুমের মধ্যেই শিশুরা বেড়ে ওঠে। কাজেই তাদের ঘুম কখনও অকারণ ভাঙাতে না করেন চাণক্য। চানক্য ছিলেন চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হল অর্থশাস্ত্র।