মদ তৃণমূলের ভিত্তি আর বাংলার যুবসমাজকে মাতাল করে রাখা ওদের কর্মসূচি : মাফুজা খাতুন

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : তৃণমূলের অপশাসনে ক্রমশ বাংলা পিছিয়ে পড়ছে। বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি কে ধংস করার ক্ষেত্রে বামফ্রন্টের পর মা,মাটি, মানুষের সরকার তৃণমূল একাই যথেষ্ট। বাংলার মানুষ এদের অপশাসন থেকে মুক্তি চায়।আর মুক্তির পথ দেখাবে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস কর্মসূচি রূপায়নের মধ্যদিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদীজীর নেতৃত্বাধীন বিজেপি সরকার, অভিমত বিজেপি রাজ্য কমিটির সহ-সভাপতি তথা নদিয়া জেলা উত্তরের পর্যবেক্ষক মাফুজা খাতুনের।
এক সাক্ষাৎকারে জননেত্রী মাফুজা খাতুন জানালেন, তৃনমূলের সীমাহীন অত্যাচারে বাংলার মানুষ বীতশ্রদ্ধ, বাংলায় লুটেরাদের সরকার চলছে, রাজ্যে শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্ৰাম সড়ক যোজনা, স্বচ্ছ ভারত (নির্মল বাংলা), রেশনিং ব্যবস্থা, আমফান ক্ষতিপূরণ সব ক্ষেত্রেই দুর্নীতি, কাটমানি, দালালি। এর বাইরেও বেশ কিছু জনহিতকর কেন্দ্রীয় প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত,কৃষক সম্মান নিধি মুখ্যমন্ত্রীর ইগো সহ হঠকারী সিদ্ধান্তে রাজ্যে চালু করাই সম্ভব হয়নি। বাংলায় আজ শিল্প নেই, শিক্ষিত বেকার ছেলে-মেয়েরা বাধ্য হয়ে কাজের খোঁজে ভিন রাজ্যে যাচ্ছে।
মাননীয়া তুষ্টি করণের রাজনীতি আমদানি করেছে এরাজ্যে। ছলে বলে কৌশলে সংখ্যালঘু মুসলিমদেরকে বোকা বানিয়ে রেখেছে। মুসলিমদের ভূল বুঝিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করে চলেছেন। অনেক হয়েছে, এ অন্যায় আর বরদাস্ত নয়, মুসলিমরা আজ যথেষ্ট সচেতন, এদেরকে আর ভূল বুঝিয়ে দমিয়ে রাখা যাবে না। তিনি আরও বলেন, পরিসংখ্যান বলছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংখ্যালঘু মুসলিমরা আজ বেশি সুরক্ষিত। বিজেপির দর্শনই হল,সবকা সাথে,সবকা বিকাশ অর্থাৎ সবাইকে নিয়ে দেশের উন্নয়নই হল বিজেপি শাসনের মুল মন্ত্র।