ক্যান্সার আক্রান্তের সহায়তায় আলিপুরদুয়ার জেলা পরিষদ

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের পারোকাটা গ্রামের স্বপন সরকার দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত। মুম্বাই এর টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসা করাতে গিয়ে স্বপন বাবুর পরিবার তাদের বসতবাড়ি ছাড়া সবই বেচে দিয়েছেন। অবস্থা এমন যে আর চিকিৎসা করানোর মতো আর্থিক সঙ্গতি নেই। নিরুপায় হয়ে তারা আলিপুরদুয়ার জেলা পরিষদে আর্থিক সহায়তার জন্য আবেদন জানান।
ক্যান্সার আক্রান্তের আবেদনে সাড়া দিয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার স্বপন বাবুর বাড়ি গিয়ে তার মায়ের হাতে পচাত্তর হাজার টাকার চেক তুলে দেন। চেক হাতে পেয়ে আপ্লুত স্বপন বাবুর মা বলেন তারা হতাশ হয়ে পড়েছিলেন। কিভাবে আবার মুম্বাই যাবেন সেই চিন্তায় তাদের ঘুম চলে গিয়েছিল। এই আর্থিক সহায়তা পেয়ে তারা স্বপন বাবুকে মুম্বাই নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছেন। স্বপন বাবু জানান এর আগেও সভাধিপতি তাকে পাঁচ হাজার টাকা দিয়ে চিকিৎসায় সহায়তা করেছিলেন। জেলা পরিষদের এই উদ্যোগে খুশী স্বপন বাবুর এলাকার মানুষ জন।