জেলা আদালত চালু না হওয়ায় ক্ষুব্ধ আলিপুরদুয়ারবাসী

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে আলিপুরদুয়ারকে জেলা ঘোষণা করেন। জেলা ঘোষণার পর জেলা প্রশাসনের সমস্ত পরিকাঠামো গড়ে তুলে আধিকারিকদের নিয়োগ করা হয়েছে কিন্তু চালু হয়নি জেলা আদালত। এই নিয়ে ক্ষুব্ধ আলিপুরদুয়ারবাসী। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুহৃদ মজুমদার জানান, জেলা ঘোষণার পর জেলা আদালত চালু করার জন্য মহকুমা শাসকের দপ্তরটিতে জেলা আদালতের পরিকাঠামো গড়ে তোলা হয় এবং জেলা আদালতের সাইনবোর্ডও লাগানো হয়। উচ্চ আদালতের প্রতিনিধি দল পরিদর্শণ করে জানায় যে এই পরিকাঠামো জেলা আদালত চালু করার জন্য সন্তোষজনক নয়।
জেলা আদালত চালু করতে হলে নতুন ভবন নির্মাণ করতে হবে। সেই অনুযায়ী একটি সাততলা ভবনের প্ল্যান হাইকোর্টে পাঠানো হয়। প্রায় নয় মাস আগে সাততলা ভবন নির্মাণকাজের জন্য মাটি পরীক্ষা হয় কিন্তু ভবন নির্মাণ শুরু হয়নি। ফলে হতাশ জেলাবাসী।