অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন

মোকতার হোসেন মন্ডল: অসমে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। আগামী মঙ্গলবার কলকাতার অসম ভবনের সামনে বিক্ষোভ দেখাবে সংগঠনটি। সংগঠনটির রাজ্য সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেন,ভোটের আগে অসমে মাদ্রাসা ইস্যু এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। বিজেপি শাসিত অসম সরকারের জানা উচিত, মাদ্রাসা তৈরি সাংবিধানিক অধিকার।
সংবিধানে স্পষ্ট বলা হয়েছে, সংখ্যালঘুরা নিজেদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে পারে সরকার সেক্ষেত্রে আর্থিক বৈষম্য করতে পারবে না। মুহাম্মদ কামরুজ্জামান জানান, আমাদের দেশের সংবিধানের ৩০ ধারায় যেকোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতি এবং যারা ভাষাগত সংখ্যালঘু তাদেরও নিজেস্ব সংস্কৃতি বজায় রাখার জন্য সংবিধান নিজেদের পছন্দমত শিক্ষা ব্যবস্থা গড়ার স্বাধীনতা দিয়েছে। এক্ষেত্রে স্পষ্ট বলা আছে যে, সরকার কোনোভাবেই বেসরকারি বা সংখ্যালঘুদের প্রতিষ্ঠানের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করতে পারবে না।
তারপরেও বিজেপি ক্ষমতায় আসার পরে মুসলিম বিদ্বেষকে আরও বিস্তার ঘটানোর জন্য একেরপর এক তারা এভাবে সংখ্যালঘুদের কোণঠাসা করার জন্য বঞ্চিত করার জন্য, অধিকার কেড়ে নেওয়ার জন্য, ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো। ইতিমধ্যেই আসামের শিক্ষাপ্রেমী মানুষ আন্দোলন করছে,তাদের পাশে আমরা আছি।