
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সোমবার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য বিশেষ সুদ মুক্ত লোনের ঘোষণা করল। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ বলেন, রাজ্যগুলিকে আগামী ৫০ বছরের জন্য বিশেষ ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে। এর পাশাপাশি পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১০ হাজার টাকা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন । যে কোনও একটি উৎসবে এটি ব্য়বহার করতে পারবেন সরকারী কর্মীরা । আগামী ২০২১ সালের মধ্যে তা ব্যবহার করতে হবে । এর জন্য চার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । আজ সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন নির্মলা সিতারমণ।
আরও পড়ুন: সুপ্রিম নির্দেশে পিছিয়ে গেল ‘নিট ২০২০’-এর ফল প্রকাশের দিন
#WATCH: Finance Minister Nirmala Sitharaman addresses media https://t.co/5hFOxm7BbZ
— ANI (@ANI) October 12, 2020
এদিন তিনি আরও বলেন, বিভিন্ন রাজ্যগুলিকে ১২০০০ কোটি টাকার সুদমুক্ত লোন পুঁজিগত ব্যয়ের জন্য ভাগ করে দেওয়া হবে। ঘোষণা অনুযায়ী, এই ফাণ্ডের প্রথম ভাগ ২৫০০ কোটি টাকার হবে, যার থেকে প্রায় ১৬০০ কোটি টালা উত্তর পূর্বের রাজ্যগুলিকে দেওয়া হবে, বাকি ৯০০ কোটি টালা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এছাড়া ১৬০০ কোটি টাকা উত্তর পূর্বের প্রায় ৮ টি রাজ্যকে দেওয়া হবে। এছাড়া এ ছাড়া দেশের বাকি রাজ্যগুলিকে দ্বিতীয় অংশের ৭৫০০ কোটি টাকা দেওয়া হবে।