fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভ্যাকসিন বাজারে না আসা অবধি দিল্লির সব স্কুল বন্ধ থাকবে: মণিশ সিসোদিয়া

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  ‘ভ্যাকসিন বাজারে না আসা অবধি দিল্লির সব বিদ্যালয় বন্ধ থাকবে’। এমনটাই জানালেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণিশ সিসোদিয়া। করোনা ভাইরাস… গোটা পৃথিবীজুড়ে এই একটাই শব্দ! লকডাউন, আনলক, সোশ্যাল ডিসট্যান্সিং এবং মাস্ক তো অবশ্যই। এখন করোনা ভ্যাকসিনের অপেক্ষায় ভারতবাসী। এমন একটা বিষময় অবস্থায় বড় সিদ্ধান্ত নিল রাজধানী দিল্লির কেজরিওয়াল সরকার!

দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণিশ সিসোদিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, করোনা ভাইরাসের প্রতিষেধক বাজারে না আসা পর্যন্ত দিল্লির সব বিদ্যালয় বন্ধ থাকবে।  “যতদিন না আমরা প্রতিষেধক পাচ্ছি, ততদিন দিল্লিতে বিদ্যালয়গুলো বন্ধ রাখা হবে”!  উল্লেখ্য, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই অর্থাৎ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

 আরও পড়ুন: ভয়াবহ অভিজ্ঞতা! চালকের অশালীন প্রশ্নের মুখে তরুণী, র‍্যাপিডো কাণ্ডে গ্রেফতার চালক

মূলত বাচ্চাদের কথা চিন্তা করেই দিল্লি সরকার করোনার প্রতিষেধক বের না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার জন্যে গ্রহণ করা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবিষয়ে আলোচনাও হয়েছে অভিভাবকদের সঙ্গে। অধিকাংশ অভিভাবক ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে বিদ্যালয় খোলাটা গ্রহণযোগ্য হবে না বলেই পরামর্শ দিয়েছেন। বলেন শিক্ষামন্ত্রী সিসোদিয়া।

শিক্ষামন্ত্রী বলেন, “স্কুল খোলার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হতেই অভিভাবকদের মধ্যে ভয় কাজ করছে। বাচ্চাদের স্কুলে পাঠানো কতটা নিরাপদ, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায়।” তিনি এ বিষয়ে আরো বলেন, “যে সব জায়গাতেই স্কুল খুলেছে, সেই সব জায়গাতেই দেখা গিয়েছে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। তাই পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দিল্লিতে স্কুল বন্ধ থাকবে।” উল্লেখ্য , আনলক পর্ব শুরু হওয়ার পর ২১ সেপ্টেম্বর থেকে নবম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার বিষয়ে প্রাথমিক ভাবনাচিন্তা করা শুরু হয়েছিল। সেই ভাবনায় অবশ্য শিলমোহরও দিয়ে দেয় রাজ্য। তবে দিল্লির সরকার সেরি সিদ্ধান্তের বিরুদ্ধে বরাবর!

 

 

 

 

Related Articles

Back to top button
Close