নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগ, বিএসএফ গ্রেফতার

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগ, বিএসএফ গ্রেফতার।বসিরহাট মহাকুমার টাকি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন স্টেশন পাড়ার ঘটনা। বছর ১৫-এর দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল বছর-পঞ্চাশ এর বিএসএফ জওয়ানের বিরুদ্ধে, সমীরণ দাসের বাড়ি আসামের শিলচর এলাকায়। কর্মসূত্রে ১৬০, নম্বর ব্যাটেলিয়ান এর জওয়ান সমীরন দাস এক বছর আগে তার সৈহিদপুর ভারত-বাংলাদেশ সীমান্তের কর্মরত ছিল। সেই সূত্রে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যাতায়াত ছিল বলে অভিযোগ। এরমধ্যে অন্য রাজ্যে উড়িষ্যার মালকানগিরিতে ডিউটি চেঞ্জ হয়।
তারপর ছাত্রীর পরিবারের সঙ্গে একাধিকবার ফোনে কথা হয় বলে অভিযোগ। সেই সুযোগে চলতি নভেম্বর মাসের ১১তারিখ ছাত্রীর বাড়িতে এসে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে অপহরন করে বলে অভিযোগ। ছাত্রীর পরিবারের সন্দেহ হয়। তারপর ছাত্রীর বাবা ও মা ওই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অপহরণের অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ মোবাইল ট্র্যাক করে সমস্ত আইন দিক খতিয়ে দেখে ওই বিএসএফ জওয়ান সমীরণ দাসকে গ্রেফতার করে। ধৃত বিএসএফ জওয়ানকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এর পিছনে অন্য কোনও চক্রান্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।