নন্দীগ্রামে আমফান ক্ষতিগ্রস্তদের উপর হামলার অভিযোগ

রাজকুমার আচার্য, নন্দীগ্রাম: নন্দীগ্রামে এখনও আমফানে বহু প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায়নি। এবার উল্টে ক্ষতিগ্রস্তদের উপর হামলার অভিযোগ উঠল।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ডিজামতলা গ্রামের একাংশের অভিযোগ, আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায়নি। এই নিয়ে শুক্রবার রাতে ক্ষতিগ্রস্তরা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে নিজেদের মধ্যে আলোচনা জন্য সভা করে। অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার অনুগামীরা সেখানে হামলা চালায়। মারধর করে বলেও অভিযোগ। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে সবাই বাড়ি চলে গেলে আরও রাতের দিকে সদস্যার অনুগামীরা বাড়ি বাড়ি গিয়ে চড়াও হয় বলে অভিযোগ।
অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে গ্রাম পঞ্চায়েত সদস্যা। তাঁর বক্তব্য ওই সময় তাঁর বাড়িতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি মিটিং হচ্ছিল। সেইসময় গ্রামবাসীদের একাংশ তাঁর বাড়িতে এসে হামলা করে বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।