কাজের লোক দেখতে বেরিয়ে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ

জয়দেব লাহা, দুর্গাপুর: কাজের লোক দেখতে বেরিয়ে হামলার শিকার বিজেপিকর্মী। রাস্তার ওপর ফেলে পেটানোর অভিযোগ উঠল। শনিবার ঘটনাটি ঘটেছে বুদবুদের নষ্করবাঁধ গ্রামে। ঘটনায় আহত বুদ্ধদেব ঘোষ নামে ওই বিজেপিকর্মী গুরুতর জখম অবস্থায় মানকর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনায় জানা গেছে, বুদ্ধদেব ঘোষ বুদবুদ নস্করবাঁধের বাসিন্দা। গলসী-১ নং ব্লকেের ৫৬ নং জেডপির সাধারন সম্পাদক। ঘটনার অভিযোগে তিনি বলেন,” সকালে কাজের লোকের খোঁজে বেরিয়ে ছিলাম। ওই সময় স্থানীয় কয়েকজন তৃণমূলকর্মী রাস্তায় আটকে বাইক থেকে ঠেলে ফেলে দেয়। লোহার ভারী হাতুড়ি দিয়ে মারধর করে। কিছু বলার আগে রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধর শুরু করে। আশপাশের কেয়কজন আমাকে বাঁচাতে আসে। তাদেরও মারধর করে।”
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে জারি হল কমলা সতর্কতা! টানা ৫ দিন অতিভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যে
গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মানকর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার কোমরে গুরুতর আঘাত লেগেছে বলে অনুমান করেন। এবং বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা অশোক ভট্টাচার্য্য জানান,” পারিবারিক
বিবাদের জেরে ঘটনা। রাজনৈতিক কোন ঘটনা নয়। বিজেপি অযথা রাজনৈতিক রং লাগাচ্ছে।” ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।