fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কালনায় বেআইনি নির্মাণ কাজের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কালনা: নদীগর্ভে ফেলা হচ্ছে মাটি! আর এইভাবেই নদীগর্ভ ভরাট করে চলছে বাড়িঘর নির্মাণের কাজ। এমনিই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বেআইনি এই কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হলেন পূর্ব বর্ধমানের হাটকালনার গ্রামবাসীরা। এই মর্মে বৃহস্পতিবার কালনার মহকুমাশাসক সহ স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: বাড়িতে পড়াশোনা চালু রাখতে অভিভাবকদের হাতে অ্যাসাইনমেন্ট দেবে সরকারি মাদ্রাসাগুলি

কালনার হাটকালনার অঞ্চলের তামাসাপুর ও সিংরাইল গ্রামের বাসিন্দাদের অভিযোগ,তাদের এলাকার পি ডব্লিউ ডি রোডের পাশ দিয়ে বয়ে যাওয়া বেহুলা নদীতে মাটি ফেলে তা বুজিয়ে দেওয়া হচ্ছে। আর তার উপরই বেআইনীভাবে চলছে বাড়িঘর নির্মাণের কাজ। আর এই কাজ করছেন বেশ কিছু প্রোমোটার ও দুষ্কৃতী। তাই নদী ভরাট ও গৃহনির্মানের কাজ অবিলম্বে বন্ধ করার দাবি তুলেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ নদী ভরাট করার ফলে চাষের কাজে চরম ক্ষতি হচ্ছে। শুধু তাই নয় পরিবেশও নষ্ট হচ্ছে।এই বিষয়ে প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে তারা জানালে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

Related Articles

Back to top button
Close