
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার বুকে শ্লীলতাহানির শিকার হলেন রোগীর মেয়ে! অভিযোগ জানানো হল থানায়। উঠেছে এক বেসরকারি নার্সিংহোমের এক চিকিত্সকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। সেই অভিযোগ তুলেছেন ওই নার্সিংহোমে ভর্তি এক রোগীর পরিবার। ঘটনাটি ঘটেছে ওই রোগীর মেয়ের সঙ্গে। ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিন পশ্চিম কলকাতার বেহালা এলাকায়।
গতকাল ঘটনাটি ঘটেছে বেহালার ‘অ্যাপেক্স’ নার্সিংহোমে। অভিযোগ উঠেছে ওই নার্সিংহোমের এক চিকিত্সক একজন রোগীর মেয়ের শ্লীলতাহানি করেছে। জানা গিয়েছে, সেখানে আমতলার বাসিন্দা সুভাষ সর্দার (৫৭) ২ নভেম্বরে নিউমোনিয়ার সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। চারদিনেও রোগীর প্রত্যাশামতো উন্নতি হয়নি বলে দাবি তাঁর পরিবারের। এবং তাঁরা রোগীকে অন্যত্র নিয়ে গিয়ে চিকিত্সা করাতে চাইছিলেন। কিন্তু হাসপাতাল কোনো ভাবেই রোগীকে ছাড়তে চায়নি। রোগীর মেয়ে ঘটনার প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের বচসা বাধে। শেষে হাতাহাতি হয় বলেও অভিযোগ। রোগীর মেয়ে তখন তাঁর ফোনে ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিং করতে শুরু করেন। তখনই তাঁর ফোন কেড়ে নিয়ে তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়। সেখানে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে দাবি তাঁর। এবং এই মর্মে বেহালা থানায় অভিযোগও দায়ের করে রোগীর পরিবার।