ফের বিশ্বভারতীর জায়গা দখলের অভিযোগ…

জেলা প্রতিনিধি, বোলপুর: বিশ্বভারতীর জায়গা দখল করে বাড়ি করা হচ্ছিল। রবিবার সেই বাড়ির দেওয়াল ভেঙে বাড়ির ভিতরে পাঁচিল তুলে দিল। একই ভাবে যে সব জায়গায় দখল করে বাড়ি বা দোকান করা হয়েছে তা ভেঙে পাঁচিল তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
দীর্ঘ দিন ধরে বিশ্বভারতীর বিভিন্ন জায়গা দখল হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের এই অভিযোগ আবার প্রমাণিত হল। এবার এনসিসি অফিসের পিছনে বিশ্বভারতীর জায়গা দখল করে বাড়ি তৈরি করা হচ্ছিল। ঘর এবং তার ছাদ ঢালাইও হয়ে গিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় খাস জায়গা দখল করে একাধিক বাড়ি তৈরি হয়েছে বা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় হলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না। একই ভাবে বিশ্বভারতীর জায়গা দখল করেও বাড়ি তৈরি করা হচ্ছিল।
এদিকে পৌষ মেলা মাঠে ফেন্সিং তোলার পাশাপাশি বিশ্বভারতীর কর্তৃপক্ষ ক্যাম্পাসের নিরাপত্তা এবং নিজেদের জায়গা দখল নিতে পাঁচিল তোলার কাজ দ্রুত শেষ করতে চাইছে। তাই রতনপল্লী, সংগীত ভনের পাশে এবং এনসিসি অফিসের পিছনে পাঁচিল তোলার কাজ শুরু হয়েছে।
এনসিসি অফিসের পিছনে বিশ্বভারতীর ফাঁকা জায়গা রয়েছে। জায়গার শেষ সীমানায় একটি পাকা বাড়ি তোলা হয়েছে। বিশ্বভারতী কতৃপক্ষ নিজদের জায়গা দখল নিতে ঘরটির ভিতরে পাঁচিল তুলেছে।
আরও পড়ুন: ‘পিসি-ভাইপোর যুগের অবসান হয়ে গেছে’…মমতা ও অভিষেককে কটাক্ষ বিজেপি নেতা রাজু ব্যানার্জির
আশ্রমিক অশোক মুখোপাধ্যায় বলেন, বিশ্বভারতী যে সব জায়গা দখল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে পাঁচিল তুলে দেওয়া উচিত। কিন্তু যেখানে সম্ভাবনা নেই সেখানে ফেন্সিং দেওয়া উচিত। এদিকে এই বিষয়ে বিশ্বভারতী মুখপাত্র অনির্বাণ সরকার কিছু বলতে অস্বীকার করেন।