fbpx
দেশহেডলাইন

আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা ‘কোয়ালিটি’র বিরুদ্ধে ১৪০০ কোটির ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা ‘কোয়ালিটি’র বিরুদ্ধে ১৪০০ কোটির ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠলো। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়াও আরও একাধিক ব্যাঙ্কের তরফে এই সংস্থার বিরুদ্ধে বহু কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। দিল্লির এই সংস্থার বিরুদ্ধে সিবিআই নেমেছে তদন্তে। আর তদন্তে নেমেই দেশের ৮ টি এলকায় শুরু হয়েছে সার্চ অপারেশন।

সংস্থার ডিরেক্টর সঞ্জয় ধিংরা, সিদ্ধান্ত গুপ্ত, অরুণ শ্রীবাস্তবের সঙ্গে বহু জনের বিরুদ্ধে এই কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। অন্ধ্র ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিবিআই, সিন্ডিকেট, ধনলক্ষ্মী, সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা সহ একাধিক ব্যাঙ্কের কনসর্টিয়াম থেকে টাকা তছরুপের অভিযোগ রয়েছে কোয়ালিটির বিরুদ্ধে। এছাড়াও ভুয়ো নথি জমা দেওয়া, ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বুক পেশ করা সহ বহু অভিযোগ রয়েছে এই তাবড় আইসক্রিম প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে।

Related Articles

Back to top button
Close