fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

তৃণমূলের পার্টি অফিস বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রাক্তন সভাপতির বিরুদ্ধে

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: আমফান দুর্নীতির ঘা এখনো ঠিকমতো স্বস্তি দিতে পারেনি তৃণমূল নেতৃত্বদের। এরইমধ্যে আরও একটি দুর্নীতির অভিযোগে বিদ্ধ হল কোলাঘাট ব্লকের তৃণমূল নেতৃত্ব। এবার সেই দুর্নীতি দলের অন্দরেই মধ্যে।  তৃণমূলের পার্টি অফিস বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। উল্লেখ করা যায় তৃণমূলের জন্ম লগ্ন থেকেই বিপ্লব রায় চৌধুরী ও শুভেন্দু অধিকারীর গোষ্ঠীর মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য নানা সময়ে লেগেই থাকে কোলাঘাট ব্লকে। এখন প্রশ্ন উঠছে  এটা কি সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গঙ্গামাড়োতলা গ্রামের কাছে তৃণমূলের একটি পার্টি অফিস ছিল। দেখভাল এবং কার্য পরিচালনা করত কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমান তৃণমূল নেতা মানব কুমার সামন্ত। অভিযোগ মানব বাবু ওই পার্টি অফিসটি বাথানবেড়িয়া গ্রামের শেখ রাজা নামে এক ব্যক্তিকে ৪ লক্ষ  ৩০ হাজার টাকা মূল্যে বিক্রি করে দেন। এই বিক্রি করাকে কেন্দ্র করেই এলাকার স্থানীয় তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টি তৃণমূলের বর্তমান ব্লক সভাপতিকে জানান কমীরা।

[আরও পড়ুন- উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস]

ঘটনাটি কুড়ি পঁচিশ দিন আগে হলেও প্রকাশ্য আসার সঙ্গে সঙ্গেই ওই এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তাঁরা লিখিতভাবে ব্লক সভাপতির কাছে বিষয়টি জানার  আগ্রহ প্রকাশ করে। বাড়িটির ক্রেতা সেখ রাজা বলেন জায়গাটি কিনেছি 8 লক্ষ ৩০ হাজার টাকা এলাকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া  আগে মানব বাবু কোলাঘাটের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। এখন প্রাক্তন সভাপতি হয়ে গেছেন।

এই ঘর বিক্রি করা নিয়ে ইতিমধ্যে বিরোধী শিবির সমালোচনা শুরু হয়েছে। জেলার সভাপতি নবারুন নায়েক ও কোলাঘাট মন্ডলের অন্যতম নেতা বিশ্বনাথ রাম বলেন তৃণমূল দলের গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকাশ্য তার প্রমাণ এই ঘর বিক্রি। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও তৃণমূল নেতা রাজ কুমার কুন্ডুকে ধরা হলে তিনি বলেন অভিযোগ এসেছে। বিষয়টি ব্লক সভাপতিকে জানানো হয়েছে। এনিয়ে কর্মীদের বিক্ষোভও দানা বেঁধেছে। জেলা ও ব্লক সভাপতি মিলে যা সিদ্ধান্ত গ্রহণ নেবে সেটাই গুরুত্ব পাবে।

 

 

Related Articles

Back to top button
Close