fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সিপিএমের মিছিলে তৃণমূলের হামলা, জখম তিন

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বাসন্তী হাইওয়েতে সিপিএম মিছিলের উপর তৃণমূলের হামলা। ঘটনায় জখম তিনজন।
বসিরহাট মহকুমা মিনাখাঁ ব্লকের অ্যারিয়া কমিটির সিপিএমের সদস্য প্রদ্যুৎ রায় ও নাজমুল হকের নেতৃত্বে বাসন্তী হাইওয়েতে মহা মিছিল হয়। আর সেই মিছিলে হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের।

সূত্রে জানা যায়, আগামী ২৬ নভেম্বর সারা ভারত ধর্মঘটের সমর্থনে মিছিল বেরিয়েছিল মিনাখাঁ থানা থেকে কুলটি বাজার পর্যন্ত। এই মিছিল ছিল শান্তিপ্রিয় মিছিল এমনটাই দাবি সিপিএমের।

আরও পড়ুন: প্রয়াত অবসরপ্রাপ্ত বিচারপতি অমিতাভ লালা

সোমবার বিকেল পাঁচটা থেকে মিছিল শুরু হয় হাড়োয়ার ব্রিজের কাছে কুলটি এলাকার দিকে যেতেই অতর্কিত মিছিলের উপর হামলা চালায় বলে অভিযোগ সিপিএমের স্থানীয় নেতৃত্বের। এই ঘটনায় সিপিএমের তিনজন জখম হয়েছেন। তারপর থেকে ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই ঘটনা পুরো বিষয়টি মিনাখাঁ থানার পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়েছে।

Related Articles

Back to top button
Close