বর্ধমানের সরকারি কৃষি খামারের জমিতে নাড়া পোড়ানোর অভিযোগ

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: চাষের জমিতে নাড়া পোড়ানো বন্ধে প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছে কৃষিদপ্তর । তার পরেও নাড়া পোড়ানোর অভিযোগ উঠলো বর্ধমানের সরকারী কৃষি খামারের জমিতে ।এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলার কৃষি আধিকারিক মহলে।প্রতিবাদ করেছেন এলাকার বাসিন্দারাও ।
বর্ধমান ১ ব্লকের সরকারী কৃষি খামারে গবেষণা মূলকভাবে হয়েথাকে কৃষি কাজ হয় । চাষিদের উন্নত ও আধুনিক চাষের পদ্ধতি সহ নানা বিষয়ে পাঠ দেওয়া হয় এই কৃষি খামার থেকেই ।কৃষি দপ্তরের নির্দেশ অমান্য করে সেখানকার জমিতেই এদিন সকালে নাড়া পোড়ানো হচ্ছে দেখে স্তম্ভিত হন এলাকার বাসিন্দারা । তারা অভিযোগ নাড়া পোড়ানোর ধোঁয়ায় এলাকা ভরে যায় । দুই-তিনজন ব্যক্তি রীতিমত প্রস্তিতি নিয়ে কৃষি খামারের জমিতে নাড়া পোড়ান বলে স্থানীয়দের অভিযোগ ।
এই বিষয়ে বর্ধমান ১ ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ সেখ চাঁদু বলেন , সরকারী কৃষি খামারের জমিতে কিছু পোড়ানো হয়েছে এটা তিনি দেখতে পেয়েছেন। তবে ওই জমিতে ফসলের নাড়া পোড়ানো হয়েছে এটা তিনি বিশ্বাস করতে পারছেন না ।কৃষি কর্মাধ্যক্ষ দাবি করেন ,হয়তো জমিতো আবর্জনা পোড়ান হয়েছে । জমিতে আগুন লাগিয়ে নাড়া বা অন্য কিছে পোড়ানো হলো জমির উর্বরতা নষ্ট হয় , দূষণ ছড়ায় এই কথাই প্রচার করছে কৃষি দপ্তর । তা জেনেও কৃষি খামারের জমিতে আবর্জনাই বা পোড়ানো হল কেন এর উত্তর অবশ্য কৃষি কর্মাধ্যক্ষের কাছ থেকে মেলে নি ।
যদিও বর্ধমান ১ ব্লক কৃষি আধিকারিক সভ্যসাচী দাস বলেন, “বর্ধমানের কৃষি খামারের জমির লাগোয়া জায়গাতে বিশ্ববিদ্যালয়েও জমি হয়েছে । কোন জমিতে নাড়া পোড়ানো হয়েছে সে বিষয়ে তিনি খোঁজ নেবেন ।এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলে কৃষি আধিকারিক জানিয়েছেন । ”