রায়গঞ্জে পণের দাবিতে স্ত্রীকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: বিয়ের দুবছরের মাথায় পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ ব্লকের পানিশালার ধোয়াবিশুয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম আদরী খাতুন(২৭)। ঘটনার পর থেকে পলাতক স্বামী হুসেন আলী সহ শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের কয়েকমাস পর থেকেই বিভিন্ন কারনে স্ত্রীকে মারধোর করতো স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। দিনকয়েক আগে বাপের বাড়ি থেকে স্ত্রীকে টাকা আনতে বলে স্বামী হুসেন আলী। কিন্তু টাকা দিতে না পারায় আদরী খাতুন কে বেধড়ক মারধোর করে স্বামী সহ অন্যান্যরা। এরপরেই বাড়ি থেকে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় ঐ গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা হলে সোমবার মৃত্যু হয় তার।
এই ঘটনায় স্বামী হোসেন আলী সহ অন্যান্যদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।