পশ্চিমবঙ্গহেডলাইন
বহরমপুরে করোনা আক্রান্তের বাড়িতে ইট পাটকেল মারার অভিযোগ
কৌশিক অধিকারী, বহরমপুর: করোনা আক্রান্তের বাড়িতে প্রতিবেশীরা চড়াও হয়ে ইট পাটকেল ছোড়ার অভিযোগ বহরমপুরে। শনিবার বহরমপুর থানার চুঁয়াপুর সুকান্তপল্লী এলাকায় করোনা আক্রান্তের বাড়িতে প্রতিবেশীরা ইট পাটকেল ছুড়েছে এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করোনা আক্রান্ত ব্যক্তির ছেলের। তিনি জানিয়েছেন তার বাবার করোনা পজিটিভ ধরা পড়ার পরেই এলাকার লোকজন তাদের ওপরে মানসিক অত্যাচার শুরু করেছে।
তিনি আরও জানান, এদিন সকাল থেকেই বাড়ির আশেপাশের লোকজন তাদেরকে গালিগালাজ শুরু করেছে, বাড়িতে ইঁট ছুড়েছে এবং বাড়ির সামনে রাখা গাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও করেছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করোনা আক্রান্তের পরিবারের।