
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ক্রমশই বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। আকাশছোঁয়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের মধ্যে। সেই সঙ্গে পাল্লা দিয়েছে জিনিস পত্রের দাম। এমনিতেই কোভিডের কারণে সাধারণ মানুষের বেতনে কোপ পড়েছে। অর্থনীতি অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। এদিকে এই অবস্থার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে বিকল্প জ্বালানি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এটাও পেট্রোলের মতোই। এই জ্বালানি দিয়েও গাড়ি, বাইক চলবে।
নীতিন গড়করি একটি বিজনেস সামিটে ভাষণ দিতে গিয়ে জানান, অটোমোবাইল সংস্থার কর্ণধাররা তাঁকে কথা দিয়েছেন, ৬ মাসের মধ্যে তাঁরা ফ্লেস্ক ফুয়েলে এমন ইঞ্জিন প্রস্তুত করার কাজ করবেন। পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো হতে পারে। ফলে কমতে পারে দাম। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন এদেশের ভবিষ্যত বলে জানিয়েছেন তিনি। টিভিএস ও বাজাজের মতো সংস্থাগুলি ইতিমধ্যে ফ্ল্কেস ফুয়েল ইঞ্জিন প্রস্তুত করার কাজ শুরু করেছে।