fbpx
কলকাতাবিনোদনহেডলাইন

অবস্থা স্থিতিশীল হলেও সার্বিকভাবে সঙ্কটজনক ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ অবস্থা স্থিতিশীল হলেও এখনও সঙ্কটজনক গীতশ্রী। অক্সিজেন সাপোর্টে রয়েছেন কিংবদন্তী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকেই তাঁকে এসএসকেএম থেকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। চিকিৎসায় সাড়া দিলেও শিল্পী সার্বিকভাবে সঙ্কটজনক অবস্থাতেই রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিক্যাল টিম। শিল্পীর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে।  সেই টিমে রয়েছেন কার্ডিওথোরাসিক ড. সুশান মুখোপাধ্যায়। কার্ডিওলজিস্ট ড. প্রশান্ত মণ্ডল। তাঁদের যৌথ নেতৃত্বে বোর্ডের অন্য তিন সদস্য চিকিৎসক হলেন জেনারেল মেডিসিন ড. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, পালমোনোলজিস্ট সুরেশ  রামাসুব্বন ও দেবরাজ যশ।  হাসপাতাল সূত্রে খবর, স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে সন্ধ্যার। তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে খবর। তার মধ্যে তিনি কোভিড আক্রান্তও।  তাঁর বিভিন্ন রক্ত পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। জেনারেল কোভিড বেডে রয়েছেন শিল্পী। সিটি স্ক্যান হয়েছে। গতকাল রাতের থেকে একটু ভালো আছেন। এখন জ্বর নেই তাঁর। রক্তচাপ একটু স্থিতিশীল হয়েছে। রাইলস টিউব খুলে খাওয়ানো হয়েছে চা বিস্কুট। লিভারে এনজাইম বেশি। ফুসফুসে সংক্রমণ রয়েছে।

বুধবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি শুরু হয় বর্ষীয়ান গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের।

বৃহস্পতিবার সকালে তাঁকে তাঁর লেক গার্ডেন্সের বাড়ি থেকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে আনা হয়। সেখানে তার আরটিপিসিআর টেস্ট করানো হয়। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বিকেলের দিকে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে দেখে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। এর পরেই সন্ধ্যা মুখোপাধ্যায়কে গ্রিন করিডর করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত সেখানে চিকিৎসাধীন আছেন গীতশ্রী।

 

Related Articles

Back to top button
Close