পশ্চিমবঙ্গহেডলাইন
আমার পরিবার বিজেপি পরিবার… সূচনা বিজেপির
গোপাল রায় ,আরামবাগ: সূচনা হল আমার পরিবার বিজেপির পরিবার। সোমবার আরামবাগ গৌরহাটি মোড়ে বিজেপির দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করা হয়। এদিন নতুন কর্মসূচির সূচনা করেন বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচি আরম্ভ করা হয়। এই কর্মসূচিতে আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ ছাড়াও রাজ্য কমিটির সদস্য অসিত কুন্ডু, যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ আরও অনেকে।
আরও পড়ুন:জনগণ চাইছে এই অবস্থার পরিবর্তন হোক, আর সেটা বিজেপির হাত ধরেই হোক: দিলীপ ঘোষ
এদিন সাংবাদিক সম্মেলন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, আরামবাগ জেলায় তাদের লক্ষ্য বিধানসভা নির্বাচনের আগে পাঁচ লক্ষ পরিবারকে বিজেপি পরিবারে যুক্ত করা।