fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

করোনা আক্রান্ত অর্মত্য সেন, ট্যুইট করে দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: করোনা সংক্রমণ হয়ে আইসোলেশনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। কিছুদিন আগেই বিদেশ থেকে ফিরেছেন তিনি। আর দেশে ফিরে বর্ষীয়ান অর্থনীতিবিদের করোনা পজিটিভ বলে জানা গেছে। তবে সুস্থ আছেন তিনি। শান্তিনিকেতনের বাড়িতেই আছেন তিনি।

তাঁর সুস্থতা কামনা করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। এই মুহূর্তে ৮৯ বছর বয়সী প্রবীণ অর্থনীতিবিদ চিকিৎসকদের পরামর্শে শান্তিনিকেতনের বাড়িতে আছে।

বিগত কয়েকদিন ধরেই অমর্ত্যবাবুর শারীরিক পরিস্থিতি বেশ খারাপ ছিল। অবশেষে চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করেছিলেন। সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁর চিকিৎসা চলছে।

 

Related Articles

Back to top button
Close