fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

আমাজনের অভিশাপ? স্ত্রী করোনা পজেটিভ, করোনা-মুক্ত হলেও এবার মোল্ড আক্রান্ত বলসেনারো

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ব্রাজিল রাষ্ট্রপতির সময়টা আদপেই ভাল যাচ্ছে না৷ কয়েকদিন আগেই করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি৷ তাঁর স্ত্রীও করোনা সংক্রমিতে হয়েছিলেন৷ এবার আবার আরও খারাপ খবর ব্রাজিল প্রেসিডেন্টের জন্য৷ তিনি জানিয়েছেন ফুসফুসে-র মধ্যে ‘মোল্ড’ পাওয়া গেছে৷ এর জন্য তাঁর প্রচণ্ড অসুস্থ ও দুর্বল লাগছে৷ তাঁর অ্যান্টিবায়োটিকের কোর্সও চলছে এই জন্য- এটাও জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো। করোনা -র সময় তিনি কিছু সপ্তাহ আইসোলেশনে ছিলেন

রাষ্ট্রপতি জায়র জানিয়েছে তিনি রক্ত পরীক্ষা করিয়েছেন৷ সেই পরীক্ষাতেই সামনে এসেছে তাঁর ফুসফুসে কিছু একটা তৈরি হয়েছে৷ তিনি একটি লাইভ স্ট্রিমিংয়ের সময় এই খবর দেন৷ তিনি অবশ্য তাঁর রোগের নাম বলেননি৷ খুব অসুবিধা হচ্ছে আর ফুসফুসে কিছু একটা হয়েছে এটাই জানিয়েছেন

ফুসফুসে মোল্ড মানে ফুসফুসে একটি ফুটো তৈরি হয়েছে, সেখানে তারপর ব্যাকটেরিয়া সংক্রমণ ও ফাঙ্গাল গ্রোথ হয়৷ এটার ঠিক সময়ে চিকিৎসা না করালে যক্ষা হতে পারে৷ এরফলে ফুসফুসের পাশে ফুলে যায়৷ এরফলে ফাঙ্গাস গ্রোথ হয়ে যায় ফুসফুসে৷ এর ফলে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে ব্রাজিলের আমাজন বনভূমির কয়েক লক্ষ বর্গ কিলোমিটার এলাকা অগ্নুৎপাত ঘটিয়েছিলেন তিনি। এমনটাই অভিযোগ বিশ্বের পশুপ্রেমী এবং বন মানবসম্পদ বিশেষজ্ঞদের। আমাজনের দাবানল ফলে মৃত্যু হয়েছিল কয়েক লক্ষ প্রজাতির প্রাণীর ক্ষয়ক্ষতি হয়েছিল বিভিন্ন প্রজাতির উদ্ভিদের ও। রাষ্ট্রপতি সেই দাবানলে বিলুপ্ত হয়ে গিয়েছিল বহু প্রাচীন আমাজনের উপজাতি সম্প্রদায়গুলি এমনটাই অভিযোগ  ছিল আন্তর্জাতিক মহলের।

Related Articles

Back to top button
Close