fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ইস্তফা দিলেন অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট টিম ব্রে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্তফা দিলেন অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট টিম ব্রে। বিশ্বের অন্যতম বড় ইকমার্স সংস্থা অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট টিম ব্রে।

বিশ্বব্যাপী করোনার জেরে বহু মানুষ কাজ হারাতে পারে বলে একটা আশঙ্কা করা হয়েছিল। আর এরমধ্যেই এই একের পর এক কর্মীকে ছাঁটাই করছে অ্যামাজন। ইস্তফা দেওয়ার পর নিজের ব্লগে ব্রে কোম্পানির এই সিদ্ধান্তকে “বিষাক্ত সংস্কৃতি” বলে উল্লেখ করেছেন।

করোনা সংক্রমণের মদ্ধে অ্যামাজনের কয়েকজন কর্মী মাস খানেক আগে অ্যামাজনের গুদাম ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। প্রতিবাদ করায় বিশ্বের এই বৃহত্তম ই-কমার্স সংস্থা দুজন কর্মীকে ছাঁটাই করেছিল।

যদিও অ্যামাজন জানিয়েছে কোনও কর্মী কোয়ারেন্টাইনের নিয়ম মানছিল না। তাই তাদের বরখাস্ত করা হয়েছে।

Related Articles

Back to top button
Close