পিপিই ছাড়াই করোনা রোগীদের নিয়ে হাসপাতালে যাতায়াত অ্যাম্বুল্যান্স চালকদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ফের উর্ধ্ব গতিতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। নিয়মিত হাসপাতালে বাড়ছে করোনা রোগীর ভিড়ও। কিন্তু করোনা রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট ১০২ অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীদের একটা বড় অংশ পিপিই পড়ছেন না। সরকারি তরফে তাদের পিপিই কিট দেওয়া হলেও বিভিন্ন বাহানায় তারা নিজেরাই তা এড়িয়ে যাচ্ছেন। এমনকি পিপিই কিট বাইরে বিক্রি করারও অভিযোগ এসেছে বিভিন্ন মহলে।
অভিযোগ, দিনে দুজন থেকে তিন, এমনকি চারজন পর্যন্ত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, হাসপাতাল থেকে নিয়ে আসা করছে এক-একটি অ্যাম্বুলেন্স। সেক্ষেত্রে প্রতিটি রোগীকে নিয়ে যাওয়ার জন্য আলাদা আলাদা পিপিই দেওয়া হয়। এক্ষেত্রে পিপিই বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কেউ
দ্রুততার বাহানা আবার কেউ দেখতে না পাওয়ার বাহানায় এড়িয়ে যাচ্ছেন। এই নিয়ে অ্যাম্বুল্যান্স চালকদের মধ্যে প্রচার চালানোর কথা ভাবছে স্বাস্থ্য দফতর। তবে মহামারী সংক্রমণেও অ্যাম্বুল্যান্স চালকদের বেপরোয়া ভাব চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দফতরকে।