
নিজস্ব প্রতিনিধি, লক্ষীপুর: রাত হয়ে গেলেও এম্বুলেন্স আর আসে নি করোনা আক্রান্ত রোগীকে নিতে। চিকিৎসাহীনতায় ভুগছেন লক্ষীপুর মহকুমার অসম-মনিপুর সীমান্ত জিরিঘাট এলাকার সুবল পাল। জানা গিয়েছে, সোমবার পজিটিভ রিপোর্ট আসে সুবলের। এরপর থেকে এম্বুলেন্স আসার অপেক্ষায় রয়েছেন তিনি। কিন্তু রাত হয়ে গেলেও এম্বুলেন্স আর আসে নি তাকে নিতে।
স্থানীয়রা জানিয়েছেন, সুবল সুগারআদি রোগে আক্রান্ত। কয়েকদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছেন। এরপর শনিবার চিকিৎসার জন্য তিনি ছুটে যান শিলচর। শিলচরেই করোনা টেস্ট করান তিনি। এরপর বাড়ি আসার পর আজ সুবলের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো লাভ হয় নি বলে অভিযোগ।
তবে রাত নটা নাগাদ এনিয়ে লক্ষীপুর স্বাস্থ্য বিভাগের এসডিএমও টিএইচ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এবিষয়ে কেউ যোগাযোগ করেন নি। রাত নটার আগেই ফোনে বিষয়টি জানানো হয়। এরপর এম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।