fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

আমফান, নিসর্গের পরবর্তী ঘূর্ণিঝড় কি? একনজরে তালিকা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাংলায় আমফান তান্ডব চালানোর পর মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় নিসর্গ তান্ডব চালিয়েছে। কিন্তু এর পরবর্তী ঝড়ের নাম কি? নিসর্গের পর এবার তালিকায় কোন ঘূর্ণিঝড় ? পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কিন্তু আগেভাবেই ঠিক হয়ে গিয়েছে ৷ এর পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত ৷ নাম ‘গতি’ ৷ ‘নিসর্গ’ নামটি দিয়েছিল বাংলাদেশ৷

জানা গিয়েছে যে, ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যেই ঘূর্ণিঝড়ের নামের তালিকা ঠিক হয়ে গিয়েছিল ৷ সেগুলি হল ‘গতি’ ( ভারতের দেওয়া নাম), ‘নিভার’ ( ইরানের দেওয়া নাম), ‘বুরেভি’ (মলদ্বীপ), ‘তৌকতাই’ (মায়ানমার)
‘ইয়াস’( ওমান) ৷

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘আমফান’। এত দুই সপ্তাহের মধ্যেই ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ তান্ডব চালিয়েছে মহারাষ্ট্রের উপকূলে। প্রায় ১৩৮ বছর পরে মুম্বাইয়ে এই সাইক্লোন হয়। শেষবার এই ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল ১৩৮ বছর আগে ১৮৮২ সালে।  এই ঘূর্ণিঝড়ে  চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার ৷ করোনার মধ্যে এই দুই ঘূর্ণিঝড়ে দেশের অবস্থা কাহিল।

Related Articles

Back to top button
Close