ক্ষতিপূরণের টাকা না পেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল তৃণমূল কর্মীদের

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: ক্ষতিপূরণের টাকা না পেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল খোদ তৃণমূল কর্মীরাই। আমফান ক্ষতিপূরণ হিসেবে ঘরের চাল একাংশ তৃণমূল কর্মীদের অভিযোগ তাঁরা কোনও ক্ষতিপূরণের টাকা পাননি। এসব নিয়েও জমা ক্ষোভ উগরে দিতে শুক্রবার সকালে এলাকার সাধারণ মানুষ ভিড় করেন ভাঙড়ের কাশীপুর গ্রামের সরদার পাড়ায়।
স্থানীয় ১২০ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা লালবাবু সরদারকে ঘিরে বিক্ষোভ দেখায়। কেন বারবার আবেদন করা সত্বেও এলাকার মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেই কৈফিয়ত চান সদস্যের কাছে। বিক্ষোভের খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ লালবাবুর বাড়ি যায় এবং সাধারণ মানুষকে তাঁদের অভিযোগ বিডিও অফিস এবং কাশীপুর থানায় জানাতে বলেন।
সিপিএম, বিজেপি কিংবা বিরোধী কোন রাজনৈতিক দল নয়, তৃনমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এদিন তৃনমূল কর্মী সমর্থকরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। ওই এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী এসরাফিল সরদারের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ। বিক্ষোভে প্রচুর মহিলারা জমায়েত করেছিল। এসরাফিলের দাবি, ‘দলটা সবাই মিলে করলেও টাকা পয়সা ভাগ বা ক্ষতিপূরণের তালিকা করার সময় পঞ্চায়েত সদস্য তাঁর মনোনীত তিন চারজনকে নিয়ে করেন। এটা আমরা কিছুতেই মেনে নেব না।‘
স্থানীয় শানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তানিয়া বিবি বলেন, ‘সিপিএমের মদতে কিছু মানুষ ক্ষোভ বিক্ষোভ জানিয়েছেন। সরকারি পরিষেবা পেতে হলে সবাইকে গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে আসতে হবে। বাড়িতে বসে চেঁচামেচি করলে হবেনা।‘